33 C
আবহাওয়া
৪:১২ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ববি ঝালকাঠি ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শান্ত-রিয়াদ

ববি ঝালকাঠি ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শান্ত-রিয়াদ

ববির শ্রেণিক্ষে এসি-ফ্যান-বাতি নষ্ট, নেই প্রতিকার

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঝালকাঠি জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম রিয়াদ।

রোববার(১২ নভেম্বর ) রাতে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোঃসুমন মৃধা ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে আদিব,মোঃ নাইমুল ইসলাম সুজন,রাশেদুল হাসান শান্ত,মোঃ কামরুজ্জামান, রাফি আহমেদ খান,আনিকা জাহান,মো.মাইনুদ্দিন,মো.মোস্তাফিজুর রহমান,মো. মেহেদী৷ যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ এইচ আদিব,বিকাশ দাস,হাফিজুর রহমান রাকিব,তামিমা হোসেন তমা,তৌসিফ আলম খান,আবুবকর সিদ্দিক,মোঃসাকিব হোসেন, তাফিমা ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে সাইফুর রহমান, সিফাত হাসান, হাফিজুর রহমান বাবু,মোঃআসিফ,শেখ মইন উদ্দিন আহম্মদ ,রাইয়ান আল রাকিব,মামজুদা মোস্তফা লামিয়া,রামিছা নওশিন সোহেলী,সুমাইয়া জাহান খুসবো মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ঝালকাঠি জেলার সব শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা করে আসছে।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ