18 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও মৃত্যু ১৯৭, শনাক্ত ৮৪৬৫

করোনায় আরও মৃত্যু ১৯৭, শনাক্ত ৮৪৬৫

করোনায় আরও মৃত্যু ১৯৭, শনাক্ত ৮৪৬৫

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরও ১৯৭ জন।  ফলে টানা ১৯ দিন পর মৃত্যু দুইশোর নিচে নামল। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩ হাজার ৮১০ জন। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে।

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪০ হাজার ৬৪১টি নমুনা পরীক্ষায় আট হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৭ জনের মধ্যে ১০৮ জন পুরুষ ও ৮৯ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জন মারা গেছেন। রাজশাহী ও সিলেট বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১১ জন ও রংপুর বিভাগে নয় জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ