34 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর অফিসও বিক্ষোভকারীদের দখলে

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর অফিসও বিক্ষোভকারীদের দখলে

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর অফিসও বিক্ষোভকারীদের দখলে

বিএনএ, বিশ্বডেস্ক : মালদ্বীপে পলাতক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। জারি করা হয়েছে জরুরী অবস্থা। আর তা উপেক্ষা করে এবার প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছে শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা।

পার্লামেন্টের স্পিকার ভিক্রামাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরেই প্রতিবাদকারীরা তার দপ্তরের ভেতরে ঢুকে পড়লো।

এর আগে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সচিবালয় ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন একটি টিভি চ্যানেলের অফিসের ভেতরেও ঢুকে পড়লে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাকশা দেশ ছেড়ে মালদ্বীপে চলে যান।

এর পরে রানিল ভিক্রামাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, শ্রীলঙ্কার সংবিধান উপেক্ষা করা যাবে না।

তবে দেশটির বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা বলেছেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না এবং কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ