31 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের সম্ভাব্য দল

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশের সম্ভাব্য দল


বিএনএ, স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাজে ভাবে পরাজয় বরণ করার পর ওয়ানডে সিরিজ জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের সুবাদে ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে টাইগাররা।

বুধবার (১৩ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে জয়টি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের টানা নবম ওয়ানডে জয় । এর চেয়ে শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ টানা ১৪ ওয়ানডে ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশ দলের। দ্বিতীয় ম্যাচ জিততে পারলে সিরিজের জয় নিশ্চিতের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টানা ম্যাচ জয়ের সংখ্যাটা দুই অঙ্কে অর্থাৎ ১০-এ পৌঁছে যাবে।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ১৯টিতে, হেরেছে ২১টিতে। ২টি পরিত্যক্ত হয়। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়-হারের ব্যবধান কমানোর জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য ভালো সুযোগ।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ

শাই হোপ, কাইল মায়ার্স, ব্রান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), সামারা ব্রুকস, রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, কিমো পাওয়েল, জেডন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও গুদাকাশ মতি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ