বিএনএ, চট্টগ্রাম: আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন সামনে রেখে সোমবার (১৩ মে) চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত আসনের ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্রতীক পাওয়ার পরপরই মাঠে প্রচারণায় নেমেছেন সব দলের প্রার্থীরা। চেয়ারম্যান পদে আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী (দোয়াত কলম), অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী (মোটরসাইকেল) এবং কাজী মোজাম্মেল হককে (আনারস) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুগ্রীব মজুমদার দোলন (তালা), এম. এ মান্নান মান্না (চশমা), সালাউদ্দিন সারো (টিউবওয়েল), প্রদীপ দত্ত কনক (মাইক), সন্তোষ কুমার দে (বই) এবং আবু জাফর চৌধুরীকে (টিয়াপাখি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম (ফুটবল), পারভীন আকতার (কলসি), এড. চুমকি চৌধুরীকে (হাঁস) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ বলেন, চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামি ২৯ মে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম