29 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » লকডাউনে পুঁজিবাজারে লেনদেন আড়াই ঘন্টা

লকডাউনে পুঁজিবাজারে লেনদেন আড়াই ঘন্টা

পুঁজিবাজারে

বিএনএ ডেস্ক : লকডাউনে পুঁজিবাজার বন্ধ থাকবে বলে যে সিদ্ধান্ত হয়েছিল তা প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, লকডাউন চলাকালে প্রতিদিন সকাল১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করে জানান, আমরা আগেই বলেছিলাম, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চললে পুঁজিবাজারের লেনদেনও চলবে। যেহেতু ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, সুতরাং ডিএসই ও সিএসইতেও লেনদেন চলবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ