23 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » সিএনজি স্টেশন বন্ধ থাকবে বিকেল ৪টা থেকে

সিএনজি স্টেশন বন্ধ থাকবে বিকেল ৪টা থেকে

আজ থেকে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বিএনএ, ঢাকা : পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময় জানাল সরকার। চলতি রমজানে বিকেল ৫টার পরিবর্তে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নতুন সময়সীমা কার্যকর থাকবে।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে।

একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। তবে ঈদের আগে ও পরে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু থাকবে।

বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছিল জ্বালানি বিভাগ।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ