রায়পুরা ( নরসিংদী ): ফেসবুকের মাধ্যমে পরিচিত এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইমন (২৮) নামের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার এক পুলিশ কনস্টেবল এখন কারাগারে।
নরসিংদীর রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ গণমাধ্যমকে বলেন, রোববার রাত ১টার দিকে ভুক্তভোগী নারীর রায়পুরার বাড়ি থেকে অভিযুক্ত পুলিশ সদস্য ইমনকে আটক করা হয় এবং সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার(১২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তরুণী (২২) থানায় লিখিত অভিযোগ করেন এবং অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
গ্রেফতার হওয়া ইমন রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাসিন্দা।
রায়পুরা থানা পুলিশ জানায়, রোববার রাতে রায়পুরার একটি এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে গিয়ে ওই পুলিশ সদস্য শারীরিক সম্পর্কের চেষ্টা করলে ওই তরুণী আপত্তি জানান এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ১৮ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বেড়ানোর নামে ভৈরব ও চট্টগ্রামে বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকার ধর্ষণ করে।
বিএনএ,এসজিএন