26 C
আবহাওয়া
১০:১৭ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটেরিকশা যাত্রী নিহত

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী যাত্রী নিহত হয়েছে।আহত হয়েছে আরও ৩ জন। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তালশহর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার রাজঘর এলাকার সাদেক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৩) ও পাবেল মিয়া (২৩)।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ভোর পাঁচটার দিকে জেলা শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচ জন যাত্রী নিয়ে আশুগঞ্জের দিকে যাচ্ছিল। এটি তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেনটি ধাক্কা দেয়। সে সময় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রীসহ দুমড়ে-মুচড়ে যায়। এতে  ঘটনাস্থলেই মারা যান পাবেল। পরে গুরুতর আহত অবস্থায় রুবেল ও তার বাবা সাদেক মিয়াকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান। সাদেক মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আহত অন্যরাও বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিত সিনহা  বলেন,  নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদেরসদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ