26 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম হজ ফ্লাইট

হজ

বিএনএ ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য ৪১৩ জন বাংলাদেশি জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।

এ বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। এর মধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রীর পরিবহন করবে। হজের আগে ৯ মে থেকে ১০ জুন চালু থাকবে ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।‌ এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে।

প্রথম দিনের শিডিউল অনুযায়ী, বৃহস্পতিবার সাতটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট ২ হাজার ৭৮৫ জন হজযাত্রীর। তবে রাত ২টা পর্যন্ত টিকিট বুক করেননি আট শতাংশ হজযাত্রী। ভিসাসহ নানা জটিলতায় প্রথম দিনে সৌদিতে‌ যাচ্ছেন না তারা।

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ