16 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ইরানের তেলের ট্যাংকার জব্দ করল ইন্দোনেশিয়া

ইরানের তেলের ট্যাংকার জব্দ করল ইন্দোনেশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংক জব্দ করেছে ইন্দোনেশিয়ার কোস্ট গার্ড। ট্যাংকারটির সাথে এর মিসরীয় ক্যাপ্টেন, ২৮ জন ক্রু ও তিন যাত্রীকেও আটক করেছে ইন্দোনেশিয়ার কোস্টগার্ড। মঙ্গলবার (১১ জুলাই) ইন্দোনেশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

একটি বিবৃতিতে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, ইরানের পতাকাবাহী এমটি আরমান ১১৪ ট্যাংকারকে ইন্দোনেশিয়ার একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ‘অবৈধ ট্রান্সশিপমেন্ট কার্যক্রম চালানোর জন্য সন্দেহ করা হয়েছিল’।

ইন্দোনেশীয় সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার অনুমতি ছাড়া ক্যামেরুনের পতাকাবাহী আরেকটি জাহাজে তেল স্থানান্তর করার সময় এটিকে জব্দ করা হয়।

সংস্থাটির প্রধান আন কুর্নিয়া জানান, এমটি আরমান তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। ফলে তাদের প্রতারণামূলক মনোভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইন্দোনেশিয়ার পরিবেশগত আইন লঙ্ঘন করে জাহাজটি সমুদ্রে তেলও ফেলেছিল বলে জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ