28 C
আবহাওয়া
৭:৪৮ অপরাহ্ণ - মে ৩, ২০২৫
Bnanews24.com
Home » ভয়েস অব আমেরিকা আপাতত বন্ধ হচ্ছে না

ভয়েস অব আমেরিকা আপাতত বন্ধ হচ্ছে না

ভয়েস অব আমেরিকা আপাতত বন্ধ হচ্ছে না

বিএনএ, ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখনই বন্ধ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই সংস্থার বাজেট কমিয়ে দিয়ে ১২০০ জন কর্মী ছাঁটাই করতে চেয়েছিল। তবে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে।

আদালতের মতে, এ ধরনের সিদ্ধান্ত ‘হঠকারী ও অযৌক্তিক’ এবং ভয়েস অব আমেরিকার মতো একটি ঐতিহাসিক সংবাদমাধ্যমকে হুট করে বন্ধ করা যায় না।

ভয়েস অব আমেরিকার সাংবাদিক, শ্রমিক ইউনিয়ন এবং গণমাধ্যম স্বাধীনতা রক্ষাকারী সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ এ সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে আদালতে মামলা করে। তাদের দাবি, এই পদক্ষেপ প্রেস স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

আদালতের আদেশে বলা হয়, এখন থেকে কাউকে ছাঁটাই, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, অফিস বন্ধ করে দেওয়া বা বিদেশে কর্মরতদের দেশে ফিরিয়ে আনার মতো কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি ভয়েস অব আমেরিকার আওতাধীন অন্যান্য সম্প্রচারমাধ্যম, যেমন রেডিও ফ্রি ইউরোপ, রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও আফগানিস্তানের অর্থায়ন বন্ধের চেষ্টা করাও নিষিদ্ধ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, ভয়েস অব আমেরিকা যথাযথভাবে ‘প্রো-আমেরিকান’ বা আমেরিকান মূল্যবোধ প্রচার করছে না, বরং ‘বামপন্থী’ ভাবধারা তুলে ধরছে। এমনকি তারা এ সংস্থাকে ‘দ্য ভয়েস অব র‍্যাডিক্যাল আমেরিকা’ বলেও অভিহিত করেছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ