25 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » টান টান উত্তেজনার ম্যাচে মুস্তাফিজদের হার

টান টান উত্তেজনার ম্যাচে মুস্তাফিজদের হার

মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে টান টান উত্তেজানার পর মুস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ বলে গিয়ে ফয়সালা হয় ম্যাচের। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলে গিয়ে জয় নিশ্চিত করে মুম্বাই।

চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ পেয়ে বাজেভাবে শুরু করেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে ইশান কিষানের হাতে টানা তিন চার খেয়ে প্রথম ওভারে দেন ১৩ রান।

তারপর আবারো বোলিংয়ে আসেন ১৫তম ওভারে। তবে এবার ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। দিলেন মোটে ২ রান। নিজের কোটার তৃতীয় ওভারে দুই চার হজম করলেও ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছিলেন বিধ্বংসী হয়ে ওঠা রোহিতকে আউট করে। শেষ ১২ বলে মুম্বাইয়ের জয়ের জন্য তখনো প্রয়োজন ছিল ২০ রান। বল তুলে দেওয়া মুস্তাফিজের হাতে। শুরুটাও হলো দারুণ। প্রথম তিন বলে দিলেন মোটে তিন রান। তবে এরপরই খেই হারালেন। দুই ওভার বাউন্ডারি আদায় করলেন টিম ডেভিড আর গ্রিন।

শেষ ওভারে ৫ রান দূরে থাকা মুম্বাইয়ের জয় যখন সময়ের অপেক্ষা ভাবা হচ্ছিল, তখনি ম্যাচটা প্রায় ঘুরিয়েই দিচ্ছিলেন আফ্রিকান এনরিখ নর্কিয়া। শেষ পর্যন্ত ৫ রান তুলতে মুম্বাইয়ের খরচ করতে হয় সবকটি বল।

দিল্লি আগে ব্যাটিংকরে তুলেছিল ১৭২ রান। মুম্বই জিতল শেষ বলে এসে, ১৭৩/৪ করে ম্যাচ জিতে নেয় ছয় উইকেটে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ