14 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » গভীর রাতে রাজশাহী ছাড়ল ধূমকেতু এক্সপ্রেস

গভীর রাতে রাজশাহী ছাড়ল ধূমকেতু এক্সপ্রেস

ট্রেন

বিএনএ রাজশাহী: নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর গভীর রাতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী ছাড়াও কথা থাকলেও শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগ করে ট্রেনটি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের মারামারির ঘটনায় চারুকলা অনুষদের সামনের রেললাইনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এর ফলে ট্রেনটি রাজশাহী ছেড়ে যেতে পারেনি। এতে করে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আটকা পড়ে। পরে রাত ৩টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ধূমকেতু এক্সপ্রেস।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ