36 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » আগুন এবার ডালের বাজারে

আগুন এবার ডালের বাজারে

আগুন এবার ডালের বাজারে

বিএনএ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে দেশে বেড়েছে প্রায় সবধরণের নিত্যপণ্যের দাম। চাল, তেল, ডিম, পেঁয়াজ, গ্যাসসহ বিভিন্ন নিত্যপণ্যের সাথে এবার যুক্ত হলো ডাল।

কয়েকদিনের ব্যবধানে খুচরা বাজারে মসুর ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ১০-২০ টাকা। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। হাইব্রিড মাঝারি মসুর ডাল কেজিতে ১৫-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

পবিত্র রমজানে চাহিদার তুঙ্গে থাকে ছোলা। সেই চাহিদা বিবেচনায় দাম বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। একই ছোলা গত  কয়েকদিন আগে বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকায়।

এছাড়া মুগ ডাল ১২৫-১৩০ টাকা, খেসারি ৮০-৮৫ টাকা এবং এ্যাংকর ডাল ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

শনিবার (১২ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। খুচরা বিক্রেতারা বলছেন,  দেশে উৎপাদিত ডাল শেষের দিকে। আমদানি করা ডালও বেশিরভাগ বিক্রি হয়ে গেছে ফলে আমদানিকারকরা এখন দাম বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে (জুলাই থেকে নভেম্বর) ডাল আমদানি বেড়েছে ১৪ শতাংশ। এ সময়ে ১২ কোটি ৪৬ লাখ ডলারের ডাল আমদানি করা হয়েছে। গত বছর যা ছিল ১০ কোটি ডলার।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ