34 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আইপিএলে কে কত মূল্যে বিক্রি হলেন

আইপিএলে কে কত মূল্যে বিক্রি হলেন

আইপিএলে কে কত মূল্যে বিক্রি হলেন

বিএনএ,স্পোর্টস ডেস্ক : রোববার ( ১২ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত নিলামে যেসব তারকা ক্রিকেটার বিক্রি হলেন-

নিকোলাস পুরান ১০ কোটি ৭৫ লাখ( হায়দরাবাদ)।

৫ কোটি ৫০ লাখ দীনেশ কার্তিক (ব্যাঙ্গালোর)।

৬ কোটি ৭৫ লাখে জনি বেয়ারস্টো (পাঞ্জাব)।

১৫ কোটি ২৫ লাখ ঈশান কিশান (মুম্বাই)।

৬ কোটি ৭৫ লাখে অম্বাডি রায়ডু ( চেন্নাই)।

৬ কোটি ৫০ লাখ মিচেল মার্শ (দিল্লি)।

৮ কোটি ২৫ লাখে ক্রুণাল পাণ্ড্য (লখনউ)।

৮ কোটি ৭৫ লাখ ওয়াশিংটন সুন্দর (হায়দরাবাদ)।

১০ কোটি ৭৫ লাখ ওয়ানিন্দু হাসরঙ্গ ( ব্যাঙ্গালোর)।

১০ কোটি টাকায় লকি ফার্গুসন (গুজরাত)।

১০ কোটি টাকায় প্রসিদ্ধ কৃষ্ণ (রাজস্থান)।

১৪ কোটি দীপক চাহার (চেন্নাই)।

৪ কোটি টাকায় নটরাজন ( হায়দরাবাদ)।

৭ কোটি ৭৫ লাখ হেজলউড ( ব্যাঙ্গালোর)।

৭.৫ কোটি টাকায় মার্ক উড ( লখনউ)।

৪ কোটি ২০ লাখ ভুবনেশ্বর কুমার (হায়দরাবাদ)।

১০ কোটি ৭৫ লাখ শার্দূল ঠাকুর (দিল্লি)।

২ কোটি টাকায় মুস্তাফিজুর রহমান ( দিল্লি)।

২ কোটি টাকায় কুলদীপ যাদব (দিল্লি )।

৫ কোটি ২৫ লাখ রাহুল চাহার (পাঞ্জাব)।

৬.৫ কোটি টাকায় যুজবেন্দ্র চহাল (রাজস্থান)।

২ কোটি ৬০ লাখ অভিনব মনোহর (গুজরাত।

৩ কোটি টাকায় ডেওয়াল্ড ব্রেভিস (মুম্বাই)।

২০ লাখ অশ্বিন হেব্বার (দিল্লি)।

৮.৫ কোটি টাকায় রাহুল ত্রিপাঠি (হায়দরাবাদ)।

৩.৮০ কোটি টাকায় রিয়ান পরাগ (রাজস্থান)।

৬.৫০ কোটি টাকায় অভিষেক শর্মা ( হায়দরাবাদ)।

২০ লাখ সরফরাজ খান (দিল্লি)।

৯ কোটি টাকায় শাহরুখ খান (পাঞ্জাব)।

৭ কোটি ২৫ লাখ শিবম মাভি (কলকাতা)।

২০ লাখ প্রিয়ম গর্গ (হায়দরাবাদ)।

৯ কোটি টাকায় রাহুল তেওয়াটিয়া (গুজরাত)।

২ কোটি ১০ লাখ কমলেশ ( দিল্লি)।

৩.৮০ কোটি টাকায় হরপ্রীত ব্রার (পাঞ্জাব)।

২.৪০ কোটি শাহবাজ ( ব্যাঙ্গালোর)।

২ কোটি টাকায় কেএস ভরত (দিল্লি)।

৩ কোটি ৪০ লাখে অনুজ রাওয়ত (ব্যাঙ্গালোর)।

৬০ লাখ প্রভসিমরন সিংহ (পাঞ্জাব)।

৬০ লাখ শেলডন জ্যাকসন (কলকাতা)।

২০ লাখ জিতেশ শর্মা (পাঞ্জাব)।

২০ লাখ আকাশ দীপ ( ব্যাঙ্গালোর)।

৪ কোটি টাকায় কার্তিক ত্যাগী ( হায়দরাবাদ)।

২০ লাখ আসিফ ( চেন্নাই)।

১০ কোটি টাকায় আবেশ খান (লখনউ)।

২৫ লাখ বাংলার ঈশান (পাঞ্জাব)।

২০ লাখ তুষার দেশপান্ডে ( চেন্নাই)।

৫০ লাখ অঙ্কিত রাজপুত (লখনউ)।

৩০ লাখ নুর আহমেদ (গুজরাত)।

১.৬০ কোটি মুরুগান (মুম্বাই)।

৩০ লাখ কারিয়াপ্পা (রাজস্থান)।

৭৫ লাখ শ্রেয়স গোপাল (হায়দরাবাদ)।

২০ লাখ জগদীশা সুচিত (হায়দরাবাদ)।

৩ কোটি টাকায় আর সাই কিশোর (গুজরাত)।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ