27 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে চিকিৎসক খুন; সন্দেহভাজন গ্রেপ্তার

রাজধানীতে চিকিৎসক খুন; সন্দেহভাজন গ্রেপ্তার

রাজধানীতে চিকিৎসক খুন; সন্দেহভাজন গ্রেপ্তার

বিএনএ ডেস্ক: রাজধানীতে আবাসিক হোটেলে চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্দেহভাজন হত্যাকারী মো. রেজাউল করিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার রাতে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেল থেকে ডা. জান্নাতুল নাঈম সিদ্দীকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আবাসিক হোটেলটিতে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সাথে উঠেছিলেন জান্নাতুল। এরপর সুযোগ বুঝে স্বামী পরিচয়ধারী রেজাউল জান্নাতুলের গলা কেটে হত্যা করে পালিয়ে যান। সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

নিহতের পরিবারের দাবি, রেজাউল করিম জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিয়ের বিষয়টি নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন চলছিলো।

নিহতের বাবা ডা. শফিকুল আলম জানান, জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছে। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ক কোর্স করছিলো।  এ ঘটনায় মামলা দায়ের করেছেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করেন ডা. শফিকুল আলম।

বিএনএ 

 

Loading


শিরোনাম বিএনএ