29 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ভয় পেলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

ভয় পেলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

ভয় পেলে রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

বিএনএ, ইসলামিক ডেস্ক: একজন মুসলিম ঘুমন্ত বা সজাগ যেকোনো সময় ভয়-ভীতিতে আক্রান্ত হতে পারেন। রাসুল (সা.) ভয়-ভীতি ও শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির জন্য বিভিন্নজনকে এই দোয়াটি পড়তে বলেছেন।

‘আউযু বিকালিমাতিল্লাহি আত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশশায়াতিন ওয়া আন ইয়াহদুরুন’।

বাংলা অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই, তাঁর ক্রোধ থেকে ও শাস্তি থেকে এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।

হাদিস: আবদুল্লাহ বিন আমর বিন আস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) ভয়ার্ত ব্যক্তিদের এই দোয়া শেখাতেন। (আবু দাউদ, হাদিস নং : ৩৮৯৩, তিরমিজি, হাদিস নং : ৩৫২৮)

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ