26 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপক গণসংযোগ

বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থীদের ব্যাপক গণসংযোগ


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): ঘনিয়ে আসছে বোয়ালখালী উপজেলা পরিষদের উপ নির্বাচন। আগামী ১৬ মার্চ চেয়ারম্যান পদে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়ী হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন বাড়ি, পাড়া মহল্লায় প্রার্থীরা ব্যাপক গণসংযোগ করছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন।

শুক্রবার (১০ মার্চ) ছুটির দিন থাকায় নগর থেকে গ্রামে আসা ভোটারদের সাথে প্রার্থীদের কুশল বিনিময় করতে দেখা গেছে। তাদের কাছে ভোট কামনা করছেন।

স্ব স্ব প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে লিফলেটও

উপজেলা পরিষদের এ উপ নির্বাচনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রাজা, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মিজানুর রহমান ও দোয়াত কলম প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক কাজী আয়েশা ফারজানা। তারা প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী।

এসএম মিজানুর রহমান বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগ মনোনীত হলেও তৃণমূল ভোটারদের সাথে তাঁর কোনো সম্পর্ক ছিলো না। এ নির্বাচনে এলাকাবাসীর প্রত্যাশা পূরণের জন্য প্রার্থী হয়েছি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা আমাকে বেছে নেবে।

তবে এ কথা ঠিক নয় বলে জানালেন রেজাউল করিম। তিনি বলেন, মানুষ আমাকে রাজা মিয়া নামে চিনে। রাজনীতির কারণে জীবনের দীর্ঘ সময় জেল জুলুম নির্যাতনে শিকার হয়েছি। যখনই সুযোগ পেয়েছি মানুষের পাশে দাঁড়িয়েছি, সাহায্য সহযোগিতা করেছি। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেছেন। ভোটারদের কাছেও বিপুল সাড়া পাচ্ছি।’

সাংবাদিক কাজী আয়েশা ফরজানা বলেন, আমি বোয়ালখালী উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাছ করেছি। গরীব দুঃখী মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলাম। তাই এলাকাবাসীর কাছে আমার দাবি আছে। ভোটাররা আমাকে খুব কাছ থেকেই চেনেন। ফলে ব্যাপক সাড়া পাচ্ছি ভোটারদের কাছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নুরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে। ১৬ মার্চ ৮৬টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

বিএনএ/ বাবর মুনাফ/ এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ