37 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » লম্বা লম্বা হতা কিল্লাই হর’দে: বিএনপিকে ভূমি মন্ত্রী

লম্বা লম্বা হতা কিল্লাই হর’দে: বিএনপিকে ভূমি মন্ত্রী

লম্বা লম্বা হতা কিল্লাই হর'দে: বিএনপিকে ভূমি মন্ত্রী

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) :লম্বা লম্বা হতা কিল্লাই হর’দে, চোদ্দ নম্বরি হতা ন হইচ বলে বিএনপির নির্বাচন ইস্যু কেন্দ্রিক আন্দোলন সংগ্রামের হুমকিকে সতর্ক করে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। আওয়ামী লীগের জন্ম হয়েছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামীলীগ জানে আন্দোলনের নামে আগুন সন্ত্রাসীদের কিভাবে মোকাবিলা করতে হয়। এসব ফাঁকা কথা বলে কোন লাভ নাই বলেও জানান তিনি।

শনিবার (১০ ডিসেম্বর) আনেয়ারা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ ১৮ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, লন্ডনে বসে ক্ষমতা যাওয়া স্বপ্ন দেখা যায় বাস্তবে নয়।ক্ষমতা এত সহজ নয় ক্ষমতায় যেতে হলে উন্নয়ন করতে হয় জনগনের ভাগ্য বদলাতে হয়। বিএনপি উন্নয়ন দেখে না কারণ তারা চোখে কালো চশমা দিয়ে বসে থাকে, তারা রাতেও চশমা দেয়।আজকের ভোটের কথা বলেন, হ্যাঁ ভোট না ভোট যখন সৃষ্টি করেছিলেন তখন কোথায় ছিলেন। আজকে বাংলাদেশ বদলে গেছে। সাথে বাংলার নেত্রী বাংলাদেশের মানুষের ভাগ্য বদল করে দিয়েছে।

ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামিলীগের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

এর আগে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়মিলীগের সভাপতি বোয়ালখালী আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমেদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়মিলীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চন্দনাইশ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়া আসনের এমপি অধ্যাপক আবু রেজা নেজামুদ্দীন এমপি, জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামিলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে জনগণের সেবা করতে দেশের উন্নয়ন করতে। বিএনপি কাজে বিশ্বাসী নয় প্রতরণা ও সন্ত্রাসে বিশ্বাসী। আজকে বাংলাদেশের গণমানুষের নেত্রী প্রধানমন্ত্রীর সাথে নেতৃত্ব ও উন্নয়নের সাথে প্রতিযোগিতায় না পেরে বিএনপি আগুন সন্ত্রাসে নেমেছে। আওয়ামী লীগ জবাব দিবে কারণ আওয়ামী লীগ জনগণের সরকার। জনগণের ভাগ্য নিয়ে যাতে কোন মহল খেলতে না পারে জনগনের জানমালের স্বার্থে আওয়ামীলীগ বিএনপিকে উচিৎ জবাব দিবে।

সম্মেলন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সম্মেলনে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুছলেম উদ্দীন মনছুর, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তার রুপাসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ