31 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পবিত্র লাইলাতুল কদর পালিত

পবিত্র লাইলাতুল কদর পালিত

৯ মে দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর

বিএনএ ডেস্ক, ঢাকা: গুনাহ মাফ ও অধিক সওয়াবের আশায় রোববার রাত জেগে পবিত্র কুরআন তেলাওয়াত, নফল ইবাদত ও জিকির-আজকারের মধ্য দিয়ে পবিত্র শবেকদর পালন করেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ বাসায় ইবাদত-বন্দেগি করেছেন।

শবেকদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন নাজিল হয়। শবেকদরের রাতকে কেন্দ্র করে পবিত্র কুরআনে ‘আল-কদর’ নামে একটি সূরা রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষায় শবেকদরের রাতে বিভিন্ন মসজিদেও মহান আল্লাহর দরবারে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মসজিদ এবং নিজ গৃহ সর্বত্রই যারা নফল ইবাদত করেন, তারাও করোনার সংক্রমণ থেকে রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করেন। অনেক মসজিদে রাতে তারাবির নামাজে পবিত্র কুরআন খতম সম্পন্ন হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ