30 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপিত

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপিত


বিএনএ, ঢাকা : বিশ্ব গ্লুকোমা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের চক্ষু বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১০ মার্চ) একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।বিশ্ব গ্লুকোমা সপ্তাহ ২০২২-এর এবারের মূল প্রতিপাদ্য বিষয়, “দ্য ওর্য়াল্ড ইজ ব্রাইট, সেভ ইউর সাইট”।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ।

মূল প্রবন্ধ পাঠ করেন আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (প্রফেসর) মোহাম্মদ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে চীফ ফিজিশিয়ান জেনারেল-ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এতে দিবসটি সম্পর্কে আলোকপাত করেন প্রধান অতিথি চীফ সার্জন জেনারেল-ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল আলম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গ্লুকোমা রোগীর সংখ্যা ৭৯ মিলিয়ন, যা ২০৪০ সাল নাগাদ ১২০ মিলিয়নে পৌঁছানোর আশংকা রয়েছে।

বক্তারা বিশ্ব গ্লুকোমা সপ্তাহ২০২২-এ গ্লুকোমা রোগীদের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং দৃষ্টি শক্তি হ্রাস প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন বর্গিত চক্ষু রোগ বিশেষজ্ঞ লেঃ কর্নেল এ, কে,এম রাশেদ-উল-হাসান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ