23 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সীমান্তে হামলা বন্ধ ও রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ

সীমান্তে হামলা বন্ধ ও রোহিঙ্গা প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

মিয়ানমার কতৃর্ক বাংলাদেশ সীমান্তে হামলা বন্ধ ও রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের দাবিতে শুক্রবার(৯ সেপ্টেম্বর ২০২২)সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র উদ্যোগে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সভাপতি কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনে একদিকে ভারত যেমন সীমান্তে বাংলাদেশীদের হত্যা—নির্যাতন চালাচ্ছে তেমনি মিয়ানমারও বাংলাদেশ সীমান্তে বর্বরতা দেখানোর মতো সাহস দেখাচ্ছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি মায়ানমার বাংলাদেশের ভিতরে মর্টারসেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও সৈন্য সমাবেশ করছে।  এমন দু:সাহস দেখানোর কারন বাংলাদেশের এই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি।

তিনি আরও বলেন, আজ ১৪ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এটা দেশের শান্তি—শৃঙ্খলা নিরাপত্তাসহ নানাবিধ সমস্যা তৈরি করছে। অথচ সরকার এখন পর্যন্ত এদের নিজ দেশে ফেরত পাঠাতে পারছে না। সরকার সম্পূর্ণ ব্যর্থ  হয়েছে।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, জনবিচ্ছিন্ন সরকারের প্রতি আন্তর্জাতিক বিশ্বের কোন আস্থা নেই।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিন করে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহিদ আনসারী, কমরেড তারেক ইসলাম বিডি, কমরেড নূর আফসানা নীপা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিজ্ঞানী সামসুল হক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Loading


শিরোনাম বিএনএ