32 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কেমন আছেন সৌদি বাদশা (King Salman)

কেমন আছেন সৌদি বাদশা (King Salman)

সৌদি বাদশা

সৌদিআরবের বাদশা, প্রধান দু মসজিদের তত্ত্বাবধায়ক(কাস্টোডিয়ান) কিং সালমান(৮৬ বছর) এর কলোনোস্কপি

(colonoscopy) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি গত ৭ মে ২০২২ নিয়মিত শারিরীক চেকআপ এর জন্য জেদ্দার কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে  ভর্তি হন।

সৌদি সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, বাদশার বিশ্রামের জন্য কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

কিং সালমান পুরো রমজান মাস পবিত্র মক্কার রয়্যাল প্যালেসে এবং ঈদ উদযাপন করেন গ্রান্ড মসজিদে। সে সময় সেখানে পদস্থ সরকারি কর্মকর্তারা এবং যুবরাজগণ উপস্থিত ছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, সৃষ্টিকর্তা যেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ককে রক্ষা করেন।  তিনি যেন স্বাস্থ্য ও সুস্থতা উপভোগ করেন।

এর আগে সৌদিআরবের বাদশা সালমানের পেসমেকার স্থাপন করা হয়। ২০২০সালে তার গলব্লাডার অপসারণও হয়েছিল।

এর আগের নিউজ: কিং সালমান হাসপাতালে ভর্তি

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ