26 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » প্রবাসীদের ভোট নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা

প্রবাসীদের ভোট নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা

প্রবাসীদের ভোট নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা

বিএনএ, ঢাকা: প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত করে নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, পোস্টাল ভোট, অনলাইন ভোট বা প্রক্সি ভোটের যেকোনো একটি বা একাধিক পদ্ধতিতে প্রবাসীদের ভোটিং প্রক্রিয়ায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে এই পদ্ধতিগুলোর সীমাবদ্ধতা পর্যালোচনা করে প্রতিবেদন প্রদান করা হবে।

বুধবার (৯ এপ্রিল) নির্বাচন কমিশনার একথা বলেন।

ব্রি. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বেশীর ভাগ প্রবাসী ভোটারকে সুযোগ দিতে হলে প্রক্সি ভোট ১ নম্বর অপশন। তবে বাস্তবতার প্রেক্ষিতে সম্ভব না হলে অন্য অপশন দেখতে হবে। তবে যে পদ্ধতিতেই হোক না কেন ইলেকশনের আগে ৩ স্তরের ট্রায়াল বা মব টেস্টিং হতে হবে এবং যারা ভোট দেবেন তাদের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি রাখা হবে। আমরা নির্বাচন প্রক্রিয়াকে আরও সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছি। প্রবাসীদের ভোটিং নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এখন পর্যন্ত নির্বাচনের জন্য প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে আলোচনা ও প্রস্তুতি চলমান থাকলেও, ভোটারদের জন্য একটি কার্যকর পদ্ধতি চূড়ান্ত করা হবে খুব শিগগিরই।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ