35 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা


বিএনএ, ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁওগামী সড়কে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এ দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুই বাসের প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪নং পিলারে ধাক্কা দেয় মিরপুর থেকে আজিমপুর রুটে চলাচলকারী সেফটি এন্টারপ্রাইজের বাসটি। বাসের ধাক্কায় মেট্রোরেলের পানি নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস থেকে নেমে চালক ও হেলপার পালিয়ে যায়।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের শেরেবাংলা নগর জোনের সহকারী কমিশনার (এসি) মো. তারেক সেকান্দার বলেন, দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে সেফটি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) একটি বাস মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ওসি মো. ফারুকুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানি নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ