35 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাকাতি মামলার আসামি খুন

চট্টগ্রামে ডাকাতি মামলার আসামি খুন

চট্টগ্রামে ডাকাতি মামলার আসামি খুন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে অস্ত্র, ডাকাতিসহ ৫ মামলার আসামি মো. মফিজ (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মফিজ ওই এলাকার মো. আব্দুর ছেলে।

স্থানীয়রা জানান, তার প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ ওসমান বাহিনীর তোফায়েল ও গলাকাটা কামাল প্রকাশ্যে গুলি করে মফিজকে হত্যা করে।২০১৫ সালের ৩ মার্চ নিহত মফিজের বড়ভাই প্রবাসী ইদ্রিছকেও গুলি করে হত্যা করে ওসমান ও তোফায়েল বাহিনী। এরপর ভাই হত্যার প্রতিশোধ নিতে ওসমান ও তোফায়েলের বড়ভাই উকিল আহমদকে কুপিয়ে হত্যা করেন মফিজ ও তার বাহিনী। এভাবে খুনের গ্রাম হিসেবে পরিচিত হয় সরফভাটার গঞ্জম আলী সরকার বাড়ি। এই বাড়িতে প্রায় ডজন খানেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওসমান বাহিনীর প্রধান সন্ত্রাসী ওসমান গত বছর তার গ্রুপের এক সন্ত্রাসীর গুলিতে নিহত হবার পর গ্রুপের দায়িত্ব নেন ছোটভাই তোফায়েল। তোফায়েলের বিরুদ্ধে হত্যাসহ ডজন খানেক মামলা রয়েছে। নিহত মফিজের বিরুদ্ধেও রয়েছে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি জানান, মফিজকে কারা হত্যা করেছে তা খোঁজ নেয়া হচ্ছে। তার শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, তার প্রতিপক্ষ একটি সন্ত্রাসী গ্রুপ ঘটনাটি ঘটিয়েছে।

তিনি জানান, মফিজের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ এখনো পর্যন্ত ৫টি মামলার তথ্য পেয়েছি। তার বিরুদ্ধে আরো মামলা থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ