40 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন গ্রেপ্তার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন গ্রেপ্তার


বিএনএ, বিশ্বডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছে, দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য তাকে আদালতে হাজির করা হবে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, মুহিউদ্দিনকে তাঁর সরকারকর্তৃক চালু করা একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্প নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তাঁকে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারসংক্রান্ত আইনের অধীন অভিযুক্ত করা হবে।

মুহিউদ্দিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মুহিউদ্দিন। গত নভেম্বরে দেশটির সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হেরে যান মুহিউদ্দিন। এর পর থেকে মুহিউদ্দিন ও তাঁর দলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ