16 C
আবহাওয়া
১২:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » এলএনজি সরবরাহ বন্ধ, সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে তিনদিন

এলএনজি সরবরাহ বন্ধ, সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে তিনদিন

এলএনজি সরবরাহ বন্ধ, সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে তিনদিন

বিএনএ, ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল থেকে তিন দিন এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এতে সারাদেশে গ্যাস সংকট বাড়তে পারে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০ থেকে ৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ