বিএনএ, ঢাকা: সদ্য নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ বিচারপতির মধ্যে ৩ জন শপথ পাঠ করেছেন। রোববার (৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।
শপথবাক্য পাঠের সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
শপথ নেওয়া তিন বিচারপতি হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। প্রধান বিচারপতি পরে তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
সকালে চার বিচারপতির নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। শনিবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের নিয়োগ দেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন।
বিএনএ/এমএফ