32 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - মে ২২, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনা সংক্রমণ-প্রাণহানি কমেছে

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ-প্রাণহানি কমেছে

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৭৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দেড় হাজারের বেশি। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ২ হাজার ২৫৬ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় পাঁচ লাখ। এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৮৪ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ যুক্তরাষ্ট্রে। এই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৬৬৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৯ লাখ ৫৪ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৫৯ হাজার ৪৬ জন মারা গেছেন।

অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৭৯৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৫৬৮ জন। এ ছাড়া, এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৬০৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৪০০ জনের।

এ ছাড়া, গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৩১৩ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫০ হাজার ৫৭ জন মারা গেছেন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ১৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ১৪২ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৫ হাজার ৩৪৮ জন মারা গেছেন।

এ ছাড়া, জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১৬১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭৫ লাখ ৮১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৪ হাজার ৬৫২ জন মারা গেছেন। একই সময়ে ইউক্রেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ৭৬ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১০৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৩০৩ জন। অপরদিকে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৫২৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৯৮১ জনের।

এদিকে, করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। তবে মৃতের সংখ্যায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৫৫ লাখ ১৬ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৩ হাজার ৪৬৩ জন।

এ ছাড়া, করোনায় গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৪১ জন, পোল্যান্ডে ২৯২ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৯ জন, ফিলিপাইনে ২৬৫ জন এবং ভিয়েতনামে ২৪০ জন মারা গেছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১০১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ