বিএনএ, ডেস্ক : বহুল আলোচিত মাহসা আমিনি’র মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইরানের ফরেনসিক বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে মাহসা আমিনি মারা গেছেন ব্রেইন হাইপোক্সিয়ায়। ব্রেইনে অক্সিজেন না পৌঁছানোকে ব্রেইন হাইপোক্সিয়া বলা হয়।
মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ- পাল্টা বিক্ষোভ হয়েছে। তবে ইরান জানায়, সাম্প্রতিক নৈরাজ্যে আমেরিকা ও ইউরোপের কোনো কোনো নেতা এবং তাদের মিডিয়াগুলো এমনকি তাদের সহায়তায় প্রতিষ্ঠিত ফার্সি মিডিয়াগুলো মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে অপব্যবহার করেছে। যদিও তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন ছিল।
মাহসা আমিনি’র মৃত্যুর কারণ সম্পর্কে, মেডিক্যাল রেকর্ডসহ সর্বপ্রকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে সেরিব্রাল হাইপক্সিয়ায় মাহসা আমিনির মৃত্যু হয়েছে।
মস্তিষ্ক ও ফুসফুসের সিটি-স্ক্যান, দেহের সার্বিক পরীক্ষার ফলাফল ও ময়নাতদন্ত, প্যাথলজিক্যাল টেস্ট ইত্যাদি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে মাথায় কিংবা শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয় নি।
বিএনএ/ ওজি