28 C
আবহাওয়া
৮:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর কর্মকান্ডকে পূর্ণতা দিয়েছেন বেগম মুজিব : পলক

বঙ্গবন্ধুর কর্মকান্ডকে পূর্ণতা দিয়েছেন বেগম মুজিব : পলক

প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক

বিএনএ, ঢাকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আন্দোলন, সংগ্রামের নেপথ্যের প্রেরণাদায়ী এবং প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান প্রেরণার উৎস ছিলেন মহীয়সী নারী ফজিলাতুন নেছা মুজিব। সোমবার (৮ আগস্ট) আইসিটি বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আইডিয়া প্রকল্পের আওতায়  নারী উদ্যোক্তাদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পলক আরো বলেন, বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর কর্মকান্ডকে পূর্ণতা দিয়েছেন  বেগম মুজিব।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গমাতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদামাটা জীবন যাপন করেন।

নারী উদ্যোক্তাদের ব্যর্থ হওয়ার হার পুরুষদের চেয়ে কম-একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘মায়েরা-মেয়েরা মিতব্যয়ী-সাশ্রয়ী। আমি মনে করি এই উদ্যোক্তাদের দেয়া অনুদান বিফলে যাবে না।’

অনুদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটাই শেষ নয়, প্রতিবছর ৮ আগস্ট ১ হাজার বঙ্গমাতা অদম্য উদ্যোক্তাকে অনুদান দেয়া হবে।

রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে প্রকল্পের প্রকল্প পরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উই’র সভাপতি নাসিমা আক্তার নিশা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ