32 C
আবহাওয়া
৩:৪৩ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে বাস চাপায় পথচারীর মৃত্যু

সীতাকুণ্ডে বাস চাপায় পথচারীর মৃত্যু

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, সীতাকু্ন্ড : সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় বাস চাপায় দিদারুল আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেইনে এ দুর্ঘটনা ঘটে।

দিদারুল আলম মীরসরাই উপজেলার হিঙ্গুলী গ্রামের বাসিন্দা কোব্বত আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় সড়ক পারাপারের সময় শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন বলেন, স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। বাসের চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে আসে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ