24 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন

অবশেষে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন

অবশেষে খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন

ঢাকা: অবশেষে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

ঢাকা থেকে যুক্তরাজ্যের যাত্রা
রাতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার বিমানবন্দর থেকে রওনা দেয়। খালেদা জিয়ার যাত্রা উপলক্ষে বিমানবন্দর ও এর আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। তাকে বিদায় জানাতে গুলশান, বনানী ও এয়ারপোর্ট সড়কের দুপাশে লাখো মানুষ ভিড় জমায়। সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

পথিমধ্যে দোহায় যাত্রাবিরতি শেষে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানেই দীর্ঘ সাত বছর পর বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে খালেদা জিয়ার পুনর্মিলন হবে। হিথ্রোতে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে জানা গেছে।

চিকিৎসার ভবিষ্যৎ পরিকল্পনা
লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে তাকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হতে পারে। তবে চিকিৎসা শেষে কবে দেশে ফিরবেন, তা এখনো অনিশ্চিত।

দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে খালেদা জিয়া ওমরাহ পালন করে দেশে ফিরতে পারেন।

কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স
এই বিশেষ এয়ারবাস এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সটিতে ছিল অত্যাধুনিক চিকিৎসা সুবিধা। উড়ন্ত আইসিইউ হিসেবে পরিচিত এই বিমানটিতে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্পসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রয়েছে। ছয়জন চিকিৎসক ও নার্সের একটি টিম তার সঙ্গে রয়েছে, যারা যাত্রাপথে তার চিকিৎসার দায়িত্বে ছিলেন।

জিয়া পরিবারের পুনর্মিলন
দীর্ঘ বিরতির পর জিয়া পরিবারের সদস্যরা লন্ডনে একত্রিত হচ্ছেন। তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ও কোকোর দুই মেয়েসহ পুরো পরিবার একত্রিত হবে। এটি পরিবারের জন্য আবেগঘন একটি পুনর্মিলন।

বিদায় জানাতে লাখো মানুষের ঢল
খালেদা জিয়াকে বিদায় জানাতে মঙ্গলবার বিকাল থেকেই গুলশান থেকে এয়ারপোর্ট সড়ক পর্যন্ত হাজারো মানুষের ভিড় জমে। অনেকে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন তাকে একনজর দেখার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক কর্মী আবেগাপ্লুত হয়ে জানান, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের শেষ আশ্রয়স্থল।

সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি
৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে বহুবার আবেদন জানানো হলেও তা দীর্ঘদিন মঞ্জুর হয়নি। অবশেষে এবার তিনি সরাসরি চিকিৎসার সুযোগ পেলেন।

রাজনৈতিক প্রেক্ষাপট
খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাবন্দি হন এবং দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চ মাসে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান। তবে এই সময়েও তিনি বেশিরভাগ সময় হাসপাতালে কাটিয়েছেন।

এবারের যাত্রায় খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার প্রত্যাশায় রয়েছেন তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

বিএনএ,এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ