24 C
আবহাওয়া
৪:০৮ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » গ্রামের নকশা এঁকে ফিরে পেলেন পরিবার!

গ্রামের নকশা এঁকে ফিরে পেলেন পরিবার!

 গ্রামের নকশা এঁকে ফিরে পেলেন পরিবার!

বিএনএ ডেস্ক : চারবছর আগে অপহরণের শিকার হয়েছেন চিনের জিংউয়েই।সালটি ছিল ১৯৮৮ ।
এরপর ত্রিশ বছর বাদে নিজের পরিবারকে ফিরে পেলেন  গ্রামের নকশা এঁকে!

চিনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের একটি গ্রাম থেকে অপহৃত হয়েছিলেন লি জিংউয়েই। অপহরণের পর তার নতুন ঠিকানা হয় সুদূর হেনান প্রদেশের এক পরিবারে।

বাড়ির সামানে থেকে তাকে কেউ তুলে নিয়ে গিয়েছিল, এ টুকুই মনে রয়েছে লির। তার নাম কী ছিল, কোথায় বাড়ি, গ্রামের নাম, এমনকি বাবা-মায়ের নামও স্মৃতি থেকে মুছে গিয়েছিল।

কিন্তু আশ্চর্যজনক ভাবে লি-র একটা বিষয়ই স্মৃতিতে থেকে গিয়েছিল। সেটা হল গ্রামের পরিবেশ। তার মনে ছিল, গ্রামটা দেখতে কেমন। বাড়ির সামনের ধানখেত, পুকুর, দূরেই একটা পাহাড়। সেখানে বাঁশের ঝাড়। অপহরণের আগে বাড়ির আশপাশের এই দৃশ্যই মাঝেমধ্যে আঁকত ছোট্ট লি। আর সেটাই যেন ৩০ বছর পর জাদুর মতো কাজ করল।

ইউনানের ঝাওটঙে সেই ছবির বর্ণনা অনুযায়ী একটি গ্রামের সন্ধান পায় মন্ত্রক। সেখানেই শুরু হয় লি-র পরিবারের খোঁজ। এক দম্পতির খোঁজ পেয়েছিল মন্ত্রক। কিন্তু তারা লি-র বাবা-মা কি না নিশ্চিত হতে পারছিলেন না সরকারি কর্তারা।

শেষমেশ ওই দম্পতির ডিএনএ সংগ্রহ করা হয়। লি-র ডিএনএ-র সঙ্গে তা মিলিয়ে দেখা হয়। আর সেই ডিএন পরীক্ষার পরই জানা যায়, ওই দম্পতিই অপহৃত হওয়ার লি-র বাবা-মা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ