17 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের প্রথম দুই দিন একটি করে ম্যাচ হয়েছিল। এবার শুরু হলো দিনে দুটি করে ম্যাচ। হিমাচলে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলছে। এবার শুরু হলো দিবারাত্রির শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

দিল্লিতে শনিবার দুপুর আড়াইটায় মুখোমুখি হলো দল দুটি। টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ছয়বার। চার বারই জয়ের হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচে জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। আর বাকি ম্যাচটি টাই হয়।

দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

শ্রীলঙ্কা
কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, কাসুন রাজিতহা।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ