35 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন জাবির মনিকৃষ্ণ

গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন জাবির মনিকৃষ্ণ


বিএনএ, জাবি : বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মনিকৃষ্ণ রায়।

মঙ্গলবার (৭ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রভাষক অনুপ মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিকৃষ্ণ রায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৪২ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

এদিকে মনিকৃষ্ণ রায় নিজের ফেইসবুক টাইমলাইনে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি গুগলের ক্যালিফোর্নিয়ার সান ব্রুনো অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন।

মনিকৃষ্ণ রায়ের এক সহপাঠী জানান, গুগলে যোগদানের পূর্বে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী বিক্রির প্রতিষ্ঠান স্যামসাংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন মনিকৃষ্ণ রায়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রভাষক অনুপ মজুমদার বলেন, আমাদের সাবেক শিক্ষার্থী মনিকৃষ্ণ রায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে যোগ দিয়েছে। এছাড়া মুকিত হাসান নামে আরেকজন সাবেক শিক্ষার্থীও গুগল ও মাইক্রোসফট থেকে অফার পেয়েছেন। তবে এখনও যোগ দেননি। তাদের এমন সাফল্য বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে।

 

বিএনএনিউজ/সানভীর ইসলাম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ