Bnanews24.com
এক নজরে বিশ্ব

ইরানের কার্গো জাহাজে হামলা

বিএনএ, বিদেশ : লোহিত সাগরে ইরানের একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এমভি সাভিজ নামের জাহাজটি অজ্ঞাত বিস্ফোরণের শিকার হয়। এতে জাহাজের কিছু ক্ষতি হয়, তবে তা গুরুতর নয়। লোহিত সাগরের ইয়েমেন উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, এমভি সাভিজ অসামরিক জাহাজ।

তিনি বলেন, ‘সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কীভাবে ঘটনাটি ঘটলো এবং এর উৎস জানতে কৌশলগত মূল্যায়ণ চলছে।