23 C
আবহাওয়া
১১:৩৪ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস’ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস’ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস’ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা (৬ ডিসেম্বর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস’ হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ডায়াবিটিস ফেডারেশন (আইডিএফ)। সোমবার(৫ডিসেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবিটিস সম্মেলন-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান ফেডারেশনের সভাপতি অধ্যাপক আকতার হোসেন -এর কাছ থেকে সম্মাননা পত্রটি গ্রহণ করেন।

এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

ডায়াবিটিস নিয়ে জীবনযাপনকারীদের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কোনো ব্যক্তিকে ‘গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস’ এর সম্মানসুচক উপাধি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছর ‘গ্লোবাল এম্বাসেডর ফর ডায়াবিটিস’ হিসেবে বিশ্বব্যাপী ডায়াবিটিস নিয়ে জীবনযাপনকারী মানুষের মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান বক্তৃতা করেন। আইডিএফ-এর বিদায়ি প্রেসিডেন্ট অধ্যাপক অ্যান্ড্রু বোল্টন; আইডিএফ-এর অন্যান্য প্রতিনিধি এবং সম্মেলনে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ বাংলাদেশ থেকে আগত ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং পর্তুগালে প্রবাসী বাংলাদেশিগণ এসময় উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ