বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে ১ নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করবে অস্ট্রেলিয়া। শনিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখী হবে দুইদল।
এই ম্যাচে জয় পেলেই ইংল্যান্ডের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠবে অজিরা।হেরে গেলে কিংবা দিনের অপর ম্যাচে সাউথ আফ্রিকা জয় পেলে স্মিথ-ওয়ার্নারদেরকে বিদায় নিতে হবে।
তবে, তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ জিতুক কিংবা হারুক তাতে কিছু আসে-যায় না। ইতোমধ্যে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
বিশ্বকাপে গেইল, আন্দ্রে রাসেল, পোলার্ড, ব্রাভো, হোল্ডার, লুইসদের সময়টা ভাল যাচ্ছেনা। তবে, তাদের মধ্যে দুই-একজন জ্বলে উঠলে অস্ট্রেলিয়ার জন্য ম্যাচ কঠিন হয়ে যেতে পারে ।
এর আগে বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের জয়ের পাল্লা ভারী। তারা জিতেছে ৩টিতে। আর অস্ট্রেলিয়ার জয় পেয়েছে ২টিতে।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
বিএনএনিউজ/আরকেসি