30 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ফেসবুক শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে : সাবেক কর্মী

ফেসবুক শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে : সাবেক কর্মী


বিএনএ, বিশ্বডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সাবেক এক কর্মকর্তা বলেছেন, ‘ফেসবুক শিশুদের জন্য ক্ষতিকর এবং এটি গুরুতর বিভাজন তৈরি করে যা আমাদের (যুক্তরাষ্ট্র) গণতন্ত্রকে দুর্বল করে দেয়’। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে কংগ্রেসের শুনানিতে ফ্রান্সেস হাউগেন (৩৭) নামের ওই কর্মকর্তা এমন অভিযোগ এনে একে নিয়ন্ত্রণ করতে বলেছেন মার্কিন আইনপ্রণেতাদের।

হুইসেলব্লোয়ার ফ্রান্সিস মঙ্গলবার মার্কিন সিনেট সাবকমিটিকে বলেন, ফেসবুক জানে যে তার ফটো-শেয়ারিং অ্যাপ ইন্সটাগ্রামে কিশোরীরা ক্ষতিগ্রস্ত হয়, এর প্রডাক্টগুলো বিভাজন বাড়াতে ইন্ধন দেয়। কিন্তু তবুও প্রতিষ্ঠানটি এসব ব্যাপারে জনসাধারণকে বিভ্রান্ত করে।

তিনি বলেন, আমি এখানে এসেছি, কারণ, আমি বিশ্বাস করি যে ফেসবুকের পণ্যগুলো শিশুদের ক্ষতি করে, বিভাজনে ইন্ধন দেয়, আমাদের গণতন্ত্রকে দুর্বল করে।
তিনি বলেন, কংগ্রেসীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। আপনাদের সহায়তা ছাড়া তারা এই সঙ্কটের সমাধান করবে না।

যদিও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সাম্প্রতিক এই প্রচার-প্রচারণা কোম্পানিটি সম্পর্কে মিথ্যা ধারণা তৈরি করেছে। ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের ইঙ্গিত করে কোম্পানির কর্মীদেরকে দেওয়া এক চিঠিতে তিনি বলেছেন, এসব অভিযোগের বেশিরভাগেরই কোনো মানে হয় না।
চিঠিটি নিজের প্রোফাইল থেকে ফেসবুকে দিয়েছেন প্রতিষ্ঠানটির জাকারবার্গ।  চিঠিতে তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তার বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখি। যেসব প্রচারণা আমাদের কাজ ও উদ্দেশ্যকে ভুলভাবে উত্থাপন করে তা দেখা আমাদের জন্য কষ্টকর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ