15 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » করোনাভাইরাস: আজ মৃত্যু ৬৫, শনাক্তের হার ৯.৮২%

করোনাভাইরাস: আজ মৃত্যু ৬৫, শনাক্তের হার ৯.৮২%

দেশে করোনায় মৃত্যু হ্রাস: গত ২৪ ঘণ্টায় ৬৫ জন

বিএনএ,ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগে মৃত্যু হ্রাস পেতে শুরু করেছে। করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় সরকারিভাবে মোট ৬৫ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৬২৮ জনে।

সোমবার(৬সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায়(রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জনে।

করোনায় আজকের মৃতের সংখ্যা কত

আজ মৃত্যু ৬৫, শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে সারাদেশে মোট ২৭ হাজার ৫৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

সে সময় দেশে সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

২০২০ সালে বাংলাদেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু চলতিবছর(২০২১) সবচেয়ে বেশি মৃত্যু হয় দেশে। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২শতের উপরে যায়। বেশকিছু দিন ধরে দেশে দুই শতাধিক জনের মৃত্যু হয়।

আরো পড়ুন : করোনা আপডেট: চট্টগ্রামে আরও ৫ মৃত্যু, শনাক্ত ৭৬

করোনাভাইরাস আজকের খবর -করোনা আপডেট নিউজ

এরপর গত ১৩ আগস্ট হতে দেশে মৃত্যুর সংখ্যা দুইশতের এর নিচে নামতে শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু একশয়ের এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (৪ সেপ্টেম্বর) টানা ৮ দিন ধরে মৃত্যুর সংখ্যা একশয়ের এর নিচে রয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

বিএনএনিউজ২৪ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ