বিনোদন ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে। কারণ ন্যান্সি জানিয়েছেন, সেটা সবচেয়ে কম শব্দে বললে, অসৌজন্যমূলক মন্তব্যের জেরেই ফেসবুক ছেড়েছেন তিনি।
ন্যান্সি বলেন, গতকাল ফেসবুক পেজ আনপাবলিশড করেছি। এত অসৌজন্যমূলক মন্তব্য আমি আর নিতে পারছি না। ফেসবুকে ছবি পোস্ট করলে (বিশেষ করে কোনো নারী তারকা) সেই ছবির নিচে যেসব মন্তব্য পড়ে তা আসলে নেওয়া কঠিন।
ন্যান্সি আরো বলেন, অনেকেই বলে ব্যাপারটি ইগনোর করতে। আমি করেছি, কিছু নোংরা মন্তব্যকারীদের পেইজ থেকে ব্যান করেছি। কিন্তু বাচ্চা, সংসার আর গান সামলে এসব করে ওঠা কঠিন।
নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমায় প্লেব্যাক করে ক্যারিয়ার শুরু করেন। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়। ২০১১ সালের ‘প্রজাপতি’ সিনেমার গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
বিএনএ/ এমএইচ