26 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » সপ্তাহে ছয়দিন খোলা থাকবে ববির কেন্দ্রীয় লাইব্রেরি

সপ্তাহে ছয়দিন খোলা থাকবে ববির কেন্দ্রীয় লাইব্রেরি


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় লাইব্রেরি বর্তমানে শনিবারসহ সপ্তাহে ছয়দিন খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র বলা হয়৷ এতদিন যাবৎ সপ্তাহে পাঁচ দিন খোলা ছিল৷ কিন্তু দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সপ্তাহে সাতদিন লাইব্রেরী রিডিং রুম খোলা রাখার জন্য দাবি জানিয়ে আসছিলো৷

এ সমস্যা নিরসনের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) সদস্যরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে  ৯৬ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংযুক্ত একটি আবেদন গ্রন্থাগারিক বরাবর প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার (রু.দা) পক্ষে লাইব্রেরিয়ান ড. ধীমান কুমার রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে শনিবার লাইব্রেরীর রিডিং রুম খোলা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন৷

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার্থে পুনরাদেশ না দেয়া পর্যন্ত আগামী ০৯ ডিসেম্বর ২০২৩  তারিখ থেকে প্রতি শনিবার সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত (বিশ্ববিদ্যালয় ছুটি ব্যতীত) কেন্দ্রীয় লাইব্রেরির শুধুমাত্র রিডিং রুম খোলা থাকবে। এরই প্রেক্ষিতে এখন থেকে সপ্তাহে ছয় দিনই খোলা থাকবে পবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি৷

বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিস এন্ড ডিজার্টাস ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হূমায়ুন মাহমুদ ইলিয়াস বলেন, দীর্ঘদিন যাবত শিক্ষার্থীদের দাবি ছিল সপ্তাহে সাত দিন লাইব্রেরি খোলা রাখার। সাংবাদিক সমিতি(ববিসাস) লিখিত দাবি জানিয়েছিলো৷ বর্তমান উপাচার্য স্যার দায়িত্ব নেওয়ার পরে স্যার বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিয়েছেন৷ এজন্য স্যারকে ধন্যবাদ জানাই৷

বিএনএ/ রবিউল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ