36 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির কথায় নয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: ভূমিমন্ত্রী

বিএনপির কথায় নয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: ভূমিমন্ত্রী

বিএনপির কথায় নয় সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে: ভূমিমন্ত্রী

বিএনএ, আনোয়ারা : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার টানা তিনবার ক্ষমতা থাকার কারণে একটি মাইলফলক উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। গত দুই সংসদ নির্বাচনকে নিয়ে যারা প্রশ্ন তুলে তাদের কথায় তো সংবিধান ও নির্বাচন চলবে না। বিএনপির কথায় নয়, নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী।

বিএনপির তত্ববধায়ক সরকারের দাবি নিয়ে ভূমিমন্ত্রী বলেন, এটি সংবিধান সংকট তৈরি করবে। ৭১ এর পরবর্তী সময়ে যারা সংবিধান লঙ্গন করে ক্ষমতায় আসছে তারা দেশকে অস্থিতিশীল করেছে। একটি উন্নত স্থিতিশীল রাষ্ট্র গড়তে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই।

শনিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ ভবন ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্কসহ ৪৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ ভবন ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্ক

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী পিতার কথা স্মরণ করে বলেন, আমার পিতা একজন আদর্শিক আওয়ামীলীগ প্রাণপুরুষ ছিলেন। এই জনপথের মাটি মানুষের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। আজকের এই উন্নয়ন এটি আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক কাজ। জননেত্রীর সুদক্ষ নেতৃত্ব আজকে সারা বাংলাদেশে এরকম নান্দনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মিত হচ্ছে। বিএনপি আন্দোলনের নামে অরাজকতায় বিশ্বাসী। আর শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী। আওয়ামীলীগ সরকারের ক্ষমতায়নে আজকের এই উন্নয়ন। যে উন্নয়ন বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করে দিতে সক্ষম হয়েছে। সুতারাং বিএনপির অরাজকতা সৃষ্টি করে আওয়ামীলীগকে আন্দোলন শেখাতে হবে না। আওয়ামীলীগ আন্দোলন কী জিনিস ভালো করে জানে। সময় হলে জনগণকে সাথে নিয়ে বরাবরের মত সংবিধানের আলোকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে অংশগ্রহণ করে ফের রাষ্ট্রে ক্ষমতায় আসবে।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মেদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোসলেম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, আনোয়ারা সার্কেল এসপি হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, মন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলার কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

বিএনএ/নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ