35 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ

৭ অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ

ইলিশ রক্ষায় ৩৮ জেলায় বিশেষ অভিযান

বিএনএ, ঢাকা : আগামী ৭ অক্টোবর (শুক্রবার) থেকে ২৮ অক্টোবর মোট ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। মূলত ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ডিম ছাড়ার সুযোগ দিতে এ সময় মাছ ধরতে নিষেধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এ সময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ মেঘনা নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা প্রদান করা হবে।

এদিকে এ ২২ দিন জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। আইন অমান্যকারীকে অন্তত এক ও সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৩ সাল থেকেই জাটকা রক্ষায় কর্মসূচি শুরু হয়। পরে ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মোট ১১ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল পাওয়া যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ