বিএনএ, যশোর: যশোর সদর উপজেলার ধোপাখোলা এলাকায় বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ও তার শিশু ভাতিজা নিহত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধোপাখোলা গ্রামের আমিরুল ইসলাম (৫৪) ও তার ভাতিজা ১৫ মাস বয়সী ইউসুফ আলী। আমিরুল মৃত আনোয়ার আলী বিশ্বাসের ছেলে ও শিশু ইউসুফ মনিরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: নেত্রকোণায় নৌকাডুবিতে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার
নিহতের প্রতিবেশী হাসানুজ্জামান জানান, আমিরুল তার ভাতিজা ইউসুফকে নিয়ে শামুক কুঁড়াতে যান। ধোপাখোলায় রেল লাইনের ওপর শিশুটিকে রেখে তিনি শামুক কুঁড়াচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী ট্রেন আসছিল। ট্রেন আসতে দেখে আমিরুল দৌড়ে ভাতিজাকে বাঁচানোর চেষ্টা করেন।
এ সময় ট্রেনের ধাক্কায় আমিরুল ঘটনাস্থলে মারা যান। আর শিশু ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, দুজনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
বিএনএনিউজ/বিএম