29 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চীনে ভূমিকম্পে নিহত ২১

চীনে ভূমিকম্পে নিহত ২১

চীনে ভূমিকম্পে নিহত ২১

বিএনএ, বিশ্বডেস্ক: চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। ভয়াবহ এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬ রিক্টার স্কেল।

সোমবার (৫ সেপ্টেম্বর) সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে। মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল লুডিংয়ে। শহরটি সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু থেকে প্রায় ২২৬ কি.মি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি সৃষ্ট ভূমিধসে কিছু রাস্তা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, অন্তত একটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্পের কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে থাকা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে বিশেষ করে এর পশ্চিম পর্বতমালায় প্রায়ই ভূমিকম্প ঘটে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ