30 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » রেকর্ড রান তাড়া করে পাকিস্তানের জয়

রেকর্ড রান তাড়া করে পাকিস্তানের জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভারতকে পাঁচ উইকেটে হারাল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে গ্রুপপর্বে হার দিয়ে শুরু হয়েছিল এশিয়া কাপ। এ জয় দিয়ে সুপার ফোরে এসে সেই হারের প্রতিশোধ নিলো পাকিস্তান।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান কাপ্তান। ভারতের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ ১৮১ রান।

জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের ৪র্থ ওভারে দলীয় ২২ রানে অধিনায়ক বাবর আযমকে হারায় পাকিস্তান। তবে ক্রিজের অপরদিক সামলে ফখর জামানকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ইংসের ৮ম ওভারে চাহালের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন ফখর জামান। আউট হবার আগে তার ব্যাক্তিগত সংগ্রহ ছিলো ১৮ বলে ১৫ রান। তবে রিজওয়ানকে সাথে নিয়ে রানের ধারা অব্যাহত রাখেন চারে ব্যাট করতে নামা মোহাম্মদ নেওয়াজ। ১৬ তম ওভারে নেওয়াজকে আউট করে তাদের ৭৩ রানের জুটি ভাংগেন ভুবেনস্বর কুমার। আউট হওয়ার আগে ২০ বলে ৪২ রান করেন এ ব্যাটার। জয়ের জন্য যখন ২০ বলে ৩৫ রানের প্রয়োজন তখন, হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ তুলে দেন মোহাম্মদ রিজওয়ান। ওপেনিং-এ নেমে ৫১ বলে ৭১ রান করেন তিনি। শেষ দিকে খুসদিল শাহ-এর ১১ বলে ১৪ রান ও আসিফ আলির ৮ বলে ১৬ রানের উপর ভর করে ১ বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। যদিও জয়ের জন্য ২ রান বাকি থাকতে আর্শদীপ সিং এর বলে এলবিডাব্লিউ হোন আসিফ আলি। তবে এতে ৫ উইকেট জয় পায় বাবর আযমরা।

এর আগে রোববার (৪ সেপ্টম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হারা ভারত বিরাট কোহলির ৬০ রানে ভর করে ৭ উইকেটে ২০ ওভারে ১৮১ রান তোলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ